রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৫, ১১:৫৩ পিএম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৫, ১১:৫৩ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল ক্রয়-বিক্রির সময় দুই যুবককে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও মাহমুদাবাদ স্কুলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ব্রাহ্মণগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা (২০) ও মৃত হযরত আলীর ছেলে হামিম (২৪)।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা `গ` সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইএইচ