বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
মার্চ ৯, ২০২৫, ০৩:৪৫ পিএম
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
মার্চ ৯, ২০২৫, ০৩:৪৫ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে মানব পাচার মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (৯ মার্চ) সকালে গ্রেপ্তারকৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ কর হয়েছে।
মামালার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রশিদ।
থানা সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের মো. ইউনুস বিশ্বাস মানব পাচারের অভিযোগ এনে ফরিদপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল আদালতে ৬ জনকে আসামি করে অভিযোগ দেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে অভিযোগটি বোয়ালমারী থানায় প্রেরণ করেন।
বোয়ালমারী থানা পুলিশ গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে সালথা থানার বাহির দিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ আবুল বাশার (৫৪) ও মোহাম্মদ আজাদ খাঁকে (৩৫) গ্রেপ্তার করে এবং রবিবার (৯ মার্চ)বোয়ালমারী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ১০ ধারায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন /২০১২ এর ৬/৭/৮/১০ সংক্রান্ত।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
বিআরইউ