Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

বরিশালের যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

মার্চ ৯, ২০২৫, ০৫:২৪ পিএম


বরিশালের যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বরিশাল নগরীর কাউনিয়ায় আলোচিত যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহিন সরদারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিনগত গভীর রাতে রাজধানীর মাদারটেক কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩ ও ৮ এর যৌথ দল।

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক নিস্তার আহমেদ।

এদিকে সকল আসামির গ্রেফতার ও দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গ্রেফতার আসামি হলেন শাহীন সরদার। তিনি বরিশাল নগরীর কাউনিয়ার গাউয়াসার এলাকার মৃত দেলোয়ার সরদারের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা।

র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অমিত হাসান বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর বরিশাল নগরীর কাউনিয়া থানায় আসামিকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আগেই দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এবার প্রধান আসামি গ্রেফতার করল র‌্যাব।

অমিত হাসান আরও বলেন, হত্যার শিকার সুরুজ ও প্রধান আসামি শাহিন একই রাজনৈতিক দলের অনুসারী। তাদের মধ্যে রাজনৈতিক ও ব্যাবসায়িক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এছাড়াও আরও কোনো কারণ রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে সরুজ হত্যায় সকল আসামিকে দ্রুত গ্রেফতার শেষে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। রোববার বেলা ১১ টার দিকে কাউনিয়া হাউজিং এলাকায় এ বিক্ষোভ হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত সুরুজের স্বজনরা এবং নগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সিরাজুল হক ও সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, ওয়ার্ড শ্রমিকদল সভাপতি আতাউর, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেল সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং এলাবাসীরা।

এ সময় সুরুজ গাজীর স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন, তার একটি পুত্র সন্তান রয়েছে। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে তারা এখন অসহায়। তার স্বামী সুরুজ গাজী বিএনপি করতো তাই তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তাদের ভরণপোষণের দায়িত্ব নেয়ার অনুরোধ জানান।

প্রসঙ্গত, চলতি বছরের ০২ মার্চ সুরুজকে কুপিয়ে হত্যা করে গ্রেফতার শাহীন, তার স্ত্রী শাবানা, তিন সন্তানসহ বেশ কয়েকজন। এ ঘটনার পর দুই দফায় অভিযুক্ত শাহীনের কাউনিয়ার বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ স্থানীয়রা।

এরপর নিহত সুরুজের ভাই শাহিন গাজী বাদী হয়ে নগর পুলিশের কাউনিয়া থানায় শাহীনকে প্রধান আসামি করে তার স্ত্রী, দুই সন্তানসহ সাত জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৭-৮ জনক

বিআরইউ

Link copied!