নীলফামারী প্রতিনিধি:
মার্চ ৯, ২০২৫, ০৫:৪৪ পিএম
নীলফামারী প্রতিনিধি:
মার্চ ৯, ২০২৫, ০৫:৪৪ পিএম
নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। সকল নারী ও কিশোরীদের জন্য অধিকার সমতা, ক্ষমতায়ন, প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে স্বপ্ন-২য় পর্যায় প্রকল্পের আয়োজনে নীলফামারী জেলার ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়নে বর্ণাঢ্য র্যালি ও র্যালির পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও সুইডেন অ্যামবাসি, ম্যারিকো এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক বাস্তবায়িত উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন(স্বপ্ন-২) প্রকল্প কর্তৃক অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫।
নীলফামারী জেলার ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়নে বর্ণাঢ্য র্যালী ও র্যালীর পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মো. সামসুল আলম, প্রকল্প সমন্বয়কারী, স্বপ্ন-২ প্রকল্প, নীলফামারী, মো. ইসমাইল হোসেন, প্যানেল চেয়ারম্যান, ডোমার ইউনিয়ন পরিষদ, মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য, ডোমার ইউনিয়ন পরিষদ, মো. মনোয়ার হোসেন, ইউপি সদস্য,ডোমার ইউনিয়ন পরিষদ, বাবু বিশ্বজিৎ দেবনাথ, প্রজেক্ট অফিসার, স্বপ্ন-২ প্রকল্প, ডোমার, ইউনিয়ন ওয়ার্কার, আব্দুল আজিজ ও মোছা. রেখা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডালিম কুমার রায়, প্রজেক্ট অফিসার, স্বপ্ন-২ প্রকল্প, জলঢাকা।
উপস্থিত অতিথি বৃন্দ সকল নারী ও কিশোরীদের জন্য অধিকার, সমতা, ক্ষমতায়ন প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে বক্তব্য প্রদান করেন। মো. সামসুল আলম বলেন, রাষ্ট্রের পাশাপাশি সকল নারীকে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন আয় বর্ধন মুলক কর্মকাণ্ড পরিচালনা করা অত্যন্ত আবশ্যক। একজন নারীকে একজন উদ্যোক্তাকে পরিণত করতে পারলে ব্যক্তিক আর্থ সামাজিক ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। এক পর্যায়ে উপস্থিত নারী স্বপ্নকর্মীরা তাদের আর্থসামাজিক উন্নয়নের সফল গল্পগুলো তুলে ধরে।
বিআরইউ