Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

ভেড়ামারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে কারাদণ্ড

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

মার্চ ৯, ২০২৫, ০৭:২৭ পিএম


ভেড়ামারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে কারাদণ্ড

রবিবার (৯ মার্চ ) কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর কৈগাড়িপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. রিপন আলী (৩৫), পিতাঃ মৃত ইয়ামুদ্দিনকে আটক করে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন।

এক গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভেড়ামারা থানার পুলিশ অভিযান পরিচালিত করেন। এসময় বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর কৈগাড়িপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে কারাদণ্ড প্রদান করেন।

এসময় ভেড়মারা উপজেলা প্রশাসনসহ ভেড়ামারা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন, সরকারি নদী ও জমি থেকে যারা অবৈধভাবে বালি, মাটি উত্তোলন করবে তাদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

আরএস
 

Link copied!