মিরাজ আহমেদ, মাগুরা
মার্চ ৯, ২০২৫, ০৭:৪৫ পিএম
মিরাজ আহমেদ, মাগুরা
মার্চ ৯, ২০২৫, ০৭:৪৫ পিএম
মাগুরায় আজ সকালে শিশু ধর্ষণের বিচার দাবিতে জেলা আদালতের ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের মৃত্যুদণ্ডের দাবিতে এবার মাগুরা ভায়না মোড় মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছাত্র-জনতা পুনরায় আবার দুপুর তিনটার দিকে তাঁরা শহরের ভায়না মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এর আগে শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন।সে সময় সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ হলেও পরপরই ছাত্র জনতা সড়কের মাঝে নামাজ আদায় করে শিশুটির জন্য দোয়া করেন।
বেলা তিনটার দিকে ভায়নার মোড় গিয়ে দেখা যায়, গোলচত্বর ঘিরে অবস্থান নিয়েছেন একদল শিক্ষার্থী। তাঁরা ধর্ষণের বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন। তাঁরা বলেন, উচ্চ আদালত এই মামলার বিচারের জন্য ১৮০ দিন সময় বেঁধে দিয়েছেন। এটা তাঁরা প্রত্যাখ্যান করছেন। তাঁরা এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের মৃত্যুদণ্ড চান। আর এই বিচার নিশ্চিত না হলে তাঁরা ঘরে ফিরবেন না।
এ সময় মাগুরা থেকে ঢাকা, যশোর ও ঝিনাইদহ অভিমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বিভিন্ন রুটের যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।
আরএস