Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ৯, ২০২৫, ০৮:১০ পিএম


আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের দুই  সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।রবিবার (৯  মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলার পৌর শহরের মসজিদপাড়া রেল ক্রসিং এলাকা থেকে তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেলার সদর উপজেলার বাসুদেব গ্রামের মহিউদ্দিন ভূঁইয়ার ছেলে মাইনুল ইসলাম জুয়েল (২৩), এবং পাঘাচং গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মো,ইমান হোসেন (২৩)

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকাতির প্রস্তুতি কালে দুজনকে গ্রেফতার করা হয় এবং অন্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। 

আরএস
 

Link copied!