Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

গাজীপুরে সাংবাদিককে জবাইয়ের হুমকি, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রবিউল আলম,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

রবিউল আলম,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ৯, ২০২৫, ০৮:২১ পিএম


গাজীপুরে সাংবাদিককে জবাইয়ের হুমকি, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গাজীপুরে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো. মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী এবং সঞ্চালনা করেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, এটিএন নিউজের প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি আমজাদ খান, বাংলাদেশ প্রেসক্লাবের নেতা মুসা খান, ডিবিসি নিউজের সাংবাদিক মাহমুদা সিকদার, সাংবাদিক মিঠুন সিদ্দিকী ও রুবেল সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী বলেন, "সাংবাদিকদের হুমকি দেওয়া মানে গণমাধ্যমের কণ্ঠরোধ করা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"

গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা কবি ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন বলেন, "সাংবাদিকরা জাতির দর্পণ। এটি কেবল একজন সাংবাদিকের ওপর হুমকি নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ রাতে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটার হালনাগাদের কাজে অনিয়ম, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ ওঠে কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ৬ মার্চ একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই সাংবাদিক মোজাহিদ-কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়।

আরএস

Link copied!