Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

এডহক কমিটির সভাপতি হলেন মোশারফ হোসেন

করিমগঞ্জ প্রতিনিধি

করিমগঞ্জ প্রতিনিধি

মার্চ ১০, ২০২৫, ১১:৩১ এএম


এডহক কমিটির সভাপতি হলেন মোশারফ হোসেন

কিশোরগঞ্জের করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট মোশারফ হোসেন।

রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করেন।

এডহক কমিটি গঠন সংক্রান্ত বোর্ডের আদেশে বলা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-আইন/২০২৪-এর ৬৪ (১) ধারা অনুযায়ী এ কমিটি গঠিত হয়েছে। কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত বলবৎ থাকবে, এবং এই সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

এডহক কমিটির সদস্যরা হলেন- সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন, সদস্য সচিব কবির উদ্দিন মিল্কী, সাধারণ শিক্ষক সদস্য চন্দনা দেবনাথ, অভিভাবক সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম।

এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর অ্যাডভোকেট মোশারফ হোসেন বলেন, "করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি বিশাল দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।"

ইএইচ

Link copied!