Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত সচেতনতা জরুরী: ডিসি মুফিদুল আলম

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মার্চ ১০, ২০২৫, ১২:৪৬ পিএম


দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত সচেতনতা জরুরী: ডিসি মুফিদুল আলম

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ডিসি অফিস চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

দিবসটির শুরুতে ডিসি অফিস চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুফিদুল আলম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “মানুষের দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত সহযোগিতার মাধ্যমে এর সমাধান করা সম্ভব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম, লুৎফুন নাহার, উম্মে হাবিবা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. রেজাউল করিম, পিআইও মনিরুল হক ফারুক রেজা, ফায়ার ফাইটার, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা।

ইএইচ

Link copied!