Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

লাকসামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৫, ০১:২৭ পিএম


লাকসামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এই উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদ উল্লাহ সবুজ।

নবাব ফায়জুরন্নেছা ও বদরেরন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলালের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাওসার হামিদ।

এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা আলা আমিন, স্টেশন মাস্টার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লাকসাম কবিরুল ইসলাম, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মানষি পাল, আল-আমিন ইনস্টিটিউটের শিক্ষার্থী আসফিয়া খাতুন, মোনতাহা ইসলাম রামিসা প্রমুখ।

সমাবেশে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হয়।

ইএইচ

Link copied!