Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

ইসলামপুরে ধর্ষণ মামলায় ফাঁসানোর প্রতিবাদ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৫, ০১:৫৫ পিএম


ইসলামপুরে ধর্ষণ মামলায় ফাঁসানোর প্রতিবাদ

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিরীহ ব্যক্তিদের ধর্ষণ মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পৌর শহরের ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে পৌরসভা সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরপর প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগী এলাবাসীর পক্ষে মোখলেছ, ইলিয়াস, মোস্তফা, বানেছা বেগম ও রেনুসহ আরও অনেকেই বক্তব্য দেন।

বক্তারা বলেন, "পলবান্ধা ভাটিপাড়া থেকে নিখোঁজ হওয়া একটি প্রতিবন্ধী মেয়েকে কে বা কাহার ধর্ষণ করেছে, আমরা জানি না। তবে ওই প্রতিবন্ধীর পরিবারের পক্ষ থেকে এলাকার নিরীহ ব্যক্তিদের আসামী করার চেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের নিকট আমাদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করা হোক এবং নিরীহ ব্যক্তিদের যেন উক্ত ধর্ষণ মামলায় ফাঁসানো না হয়।"

প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্বারক লিপিও প্রদান করে এলাকাবাসী।

ইএইচ

Link copied!