Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

পাঁচবিবিতে নবাগত ইউএনওর যোগদান

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

মার্চ ১০, ২০২৫, ০২:৫৪ পিএম


পাঁচবিবিতে নবাগত ইউএনওর যোগদান

জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ যোগদান করেছেন।

গত বুধবার তিনি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানপত্র দাখিল করেন।

রোববার সকাল ১০টায় তিনি নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় তাকে উপজেলার প্রশাসনের প্রায় সকল দপ্তরের প্রধানরা ফুলেল শুভেচ্ছা জানান।

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ টাঙ্গা ইলের বাসাইল উপজেলার নাইকানী গ্রামের এক বিশিষ্ট ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষা জীবন শুরু করেন পাশের গ্রামের ঈশরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৯৮ সালে পঞ্চম শ্রেণি পাশের পর ঢাকার মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। ২০০৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে শহীদ আনোয়ার গার্লস কলেজে ভর্তি হন এবং ২০০৫ সালে এইচএসসি পাশ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ঢাকার ইডেন মহিলা কলেজে ভর্তি হন, সেখানে তিনি ২০০৯ সালে অনার্স এবং ২০১০ সালে মাস্টার্স সম্পন্ন করেন। পরে ৩৬তম বিসিএস পরীক্ষায় (প্রশাসন) সুপারিশপ্রাপ্ত হন।

চাকুরি জীবনে প্রথমে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিন বছর পর তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়েও কাজ করেছেন।

সর্বশেষ তিনি পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন।

পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ বলেন, ‘সবার সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ এবং জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক ও সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।’

ইএইচ

Link copied!