Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

রাজবাড়ীতে ৩২ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১০, ২০২৫, ০৩:৫৩ পিএম


রাজবাড়ীতে ৩২ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার

রাজবাড়ীতে খুন, ডাকাতি, চুরি, অস্ত্র আইন ও চোরাচালানসহ ৩২টি মামলার আসামি কুখ্যাত ডাকাত সর্দার কালু হাওলাদারকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

কালু হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটকচর (উত্তর কাওয়াকুড়ি) গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে।

রোববার বিকাল সাড়ে ৫টায় মাদারীপুর জেলার সদর থানার সূর্যমনি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখ, এসআই মো. শামীম হাসান, এসআই ওয়াহিদুজ্জামান, এসআই শামিম হাজরা, এসআই আনিসুজ্জামান, রাজবাড়ী থানার এসআই শামসুজ্জোহা, এসআই সৌরভ এবং সঙ্গীয় ফোর্স মাদারীপুর জেলার কালকিনি ও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ২২টি ডাকাতি মামলা ছাড়াও অস্ত্র, হত্যা, চুরি, চোরাচালানসহ মোট ৩২টি মামলা রয়েছে।

২০২৪ সালের ২৫ নভেম্বর গভীর রাতে রাজবাড়ীর জঙ্গল গ্রামে বিদ্যুৎ ঘোষ ও বিপুল ঘোষের বাড়িতে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ হানা দেয়। ডাকাত দল জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে বিদ্যুৎ ঘোষকে মারধর করে এবং তার চোখ-মুখ বেঁধে ফেলে। এরপর তার ঘর থেকে ৮০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার লুট করে। একই সময় বিপুল ঘোষের ছেলেকে জিম্মি করে তার ঘর থেকে ২.৫ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুটপাট করে নেয়।

এ ঘটনায় ২৬ নভেম্বর ২০২৪ তারিখে মামলা দায়ের করা হয়। তদন্তে এই ঘটনায় কালু হাওলাদারের সম্পৃক্ততা পাওয়া যায়।

গ্রেপ্তারের পর সোমবার দুপুরে কালু হাওলাদারকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা।

ইএইচ

Link copied!