Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

মাদারীপুরে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সংগঠনের প্রতিবাদ সমাবেশ

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

মার্চ ১০, ২০২৫, ০৭:১৭ পিএম


মাদারীপুরে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সংগঠনের প্রতিবাদ সমাবেশ

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মাদারীপুর লেকপাড় শহীদ কানন চত্বরে সোমবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

প্রতিবাদ সমাবেশে অংশ নেয় উদীচী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জেলা আইনজীবী সমিতি, উদ্ভাস, গণ শিল্পী সংস্থা, মাত্রা, সপ্তক, জেলা সুফি সাদক ও বিচার গানের শিল্পী সংগঠনের সদস্যরা। সভায় বক্তব্য রাখেন জেলা উদীচী সংসদের সভাপতি ডা. রেজাউল আমিন খোকন, মাত্রা সভাপতি শাহাদাত হোসেন লিটন, ডা. রুনিয়া বেগম আলো, অ্যাডভোকেট সজল, আলাউদ্দিন এলিন প্রমুখ। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। কোন শিশু, নারী যাতে ধর্ষণের শিকার না হয় সে জন্য আমাদের প্রত্যেককে আরো সচেতন হতে হবে। মাগুরার ঘটনাসহ সারা দেশের সকল ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একইসাথে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানাই।

আরএস
 

Link copied!