Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫,

নরসিংদীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

মার্চ ১০, ২০২৫, ০৮:৫২ পিএম


নরসিংদীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জন গ্রেপ্তার

নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগ এক বিশেষ অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মাদক ভর্তি একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানের নির্দেশে জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই মো: জামিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ভৈরব দিক থেকে আসা একটি পিকআপ গাড়ী আটক করে এবং গাড়ীর ভিতর থেকে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। 

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) পিতা: আবু তাহের সাং-সোয়াবই পূর্বপাড়া, থানা মাধবপুর জেলা হবিগঞ্জ ও মশিউর আলম (২২) পিতা: শাহনুর রহমান সাং-গন্ধবপুর জেলা হবিগঞ্জকে গ্রেপ্তার করে। আটককৃত মাদকদ্রব্যের মূল্য এক চল্লিশ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরএস

 

Link copied!