হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)
মার্চ ১০, ২০২৫, ০৮:৫৬ পিএম
হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)
মার্চ ১০, ২০২৫, ০৮:৫৬ পিএম
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে (১০ মার্চ) সোমবার ভেড়ামারাতে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫।
এ উপলক্ষে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছরই ঝড়, বৃষ্টি ও বন্যাসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। দুর্যোগ মোকাবেলায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মীরা, স্কাউটের ছাত্ররা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরএস