মাসুদ রানা, ধামরাই (ঢাকা)
মার্চ ১০, ২০২৫, ১০:২৮ পিএম
মাসুদ রানা, ধামরাই (ঢাকা)
মার্চ ১০, ২০২৫, ১০:২৮ পিএম
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীদের প্রতি নিপীড়নের ঘটনার প্রতিবাদে ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
সমাবেশ থেকে ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দ্রুত বিচার এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিতের দাবি জানান বিক্ষোভকারীরা।
সোমবার সকালে ভালুম আতাউর রহমান খান কলেজ গেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় মো. আলী ইমাম বলেন, ‘আগস্টের পর আবারও আমাদের রাস্তায় নামতে হচ্ছে, আমাদের বোনদের নিরাপত্তার জন্য আওয়াজ তুলতে হচ্ছে—এটা লজ্জার বিষয়। এত গণ-অভ্যুত্থানের পরও নারীরা নিরাপদ নয়, অথচ সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি, যা দেখে অপরাধীরা ভয় পাবে। আমরা চাই, নারীরা নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারুক, এটি রাষ্ট্র নিশ্চিত করুক।’
সমাবেশে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই মাস এখনো শেষ হয়নি, কিন্তু আমাদের এই সংগ্রাম থেমে নেই। এ সংগ্রাম আমাদের মা-বোনদের নিরাপত্তার সংগ্রাম। ধর্ষণ বেড়ে যাওয়ার আগেই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, আমাদের আন্দোলন আরও কঠোর হবে।’
বিক্ষোভ মিছিলে সূতিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ওয়াসিম আকরাম, সায়েম, জিসান, রাফি, সাব্বির, ইমরানসহ দুই শতাধিক ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
ইএইচ