Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

আমিন বাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১১, ২০২৫, ১০:৫০ এএম


আমিন বাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুন লাগার খবর পাওয়ার পর ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরও ৮টি ইউনিট যোগ দেয়।

সকাল ৮টা ৩৯ মিনিটে সর্বশেষ একটি ইউনিট যুক্ত হয়ে বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে বিস্তারিত তথ্য জানাবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

ইএইচ

Link copied!