নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৫, ১১:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৫, ১১:১৯ এএম
সাভারের আমিন বাজারের পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে আমিন বাজারের পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল সোয়া নয়টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
সূত্র আরও জানায়, পাওয়ার গ্রিডের কেন্দ্রটি ৪০০/১৩২ কেভির। সেখানে তিনটি ট্রান্সফরমার রয়েছে।
ইএইচ