কালিয়াকৈর প্রতিনিধি
মার্চ ১১, ২০২৫, ১২:২৩ পিএম
কালিয়াকৈর প্রতিনিধি
মার্চ ১১, ২০২৫, ১২:২৩ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ শুরু করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকাল ১০টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার গ্লোবোস কারখানায় কর্মরত এক শ্রমিকের গায়ে হাত তোলেন কারখানার লাইনচিফ। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা লাইনচিফ ও সুপারভাইজারসহ কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করলেও শ্রমিকদের উত্তেজনা কমেনি।
এরপর রোববার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন যে, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, "শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেয়। পরে শ্রমিকরা মিছিল করে সফিপুর বাজারের দিকে চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
ঘটনার পর মৌচাক ও সফিপুর এলাকার ১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বক্তব্য নিতে গেলে তারা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন।
ইএইচ