Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি

তালা প্রতিনিধি

তালা প্রতিনিধি

মার্চ ১১, ২০২৫, ১২:২৭ পিএম


তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি

সাতক্ষীরার তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে সাধারণ ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় তালা পুরাতন বিদে হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলে বিভিন্ন শ্লোগান ধ্বনিত হয়, যেমন “কে আমি কে আছিয়া আছিয়া”, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই”, “দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে”, “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে”।

শেষে ডাক বাংলোর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন, মো. রিপন ইসলাম, মির্জা সাকিব, মো. সোহাগ হোসেন, আল জাবানুল ইসলাম বান্না, রবিউল ইসলাম এবং ফাইমা হোসেন ফুলসহ অন্যান্য বক্তারা।

ইএইচ

Link copied!