Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মার্চ ১১, ২০২৫, ০১:৩৩ পিএম


পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন লিংকন মোল্লা। সোমবার তিনি গোপনে পরিবারে সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন। পরে পুলিশ তার বাড়িতে উপস্থিত হলে লিংকন দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে পেছনে ধাওয়া করে গ্রেপ্তার করে।

এসআই মনির হোসেন আরও জানান, লিংকন মোল্লা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

ইএইচ

Link copied!