Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫,

আখাউড়ায় ইউপি প্রশাসকের অপসারণের দাবিতে মানববন্ধন

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

মার্চ ১১, ২০২৫, ০২:৪০ পিএম


আখাউড়ায় ইউপি প্রশাসকের অপসারণের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এ.এইচ. মামুন ভূঁইয়ার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মোগড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়, যেখানে প্রশাসক মামুন ভূঁইয়াকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার অপসারণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- মো. ছায়েব আলী, মো. বিল্লাল আহমেদ, সহিদ মিয়া, খুদেজা বেগম ও মহিউদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, প্রশাসক মামুন ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর দালাল চক্রের মাধ্যমে জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা দিতে অতিরিক্ত অর্থ আদায় করছেন। পাশাপাশি, তিনি জনগণের সঙ্গে দুর্ব্যবহার করছেন। উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে পরিষদের সদস্যদের মধ্য থেকে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও মোগড়া ইউনিয়নে সেই নিয়ম অনুসরণ না করে প্রশাসক হিসেবে বহিরাগতকে নিয়োগ দেওয়া হয়েছে, যা ক্ষমতার অপব্যবহার।

এছাড়া, তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বললে মামলার ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বক্তারা অবিলম্বে মামুন ভূঁইয়াকে অপসারণ করে ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্য থেকে প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে চলে যান। ফলে সরকারি আদেশে তিনটি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও মোগড়া ইউনিয়নে প্রশাসক হিসেবে ডা. এ.এইচ. মামুন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়।

ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তাদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ইএইচ

Link copied!