Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

মার্চ ১১, ২০২৫, ০৩:০৫ পিএম


নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নাটোরে আগামী ১৫ মার্চ থেকে জেলার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সাংবাদিকদের জন্যে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন।

তিনি বলেন, “ভিটামিন ‘এ’ গ্রহণের মাধ্যমে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়, দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সম্ভব হয় এবং একটি বুদ্ধিদীপ্ত জাতি গঠন সম্ভব।”

সিভিল সার্জন আরও বলেন, দায়িত্ব পালনকারী স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবকদের ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার সাড়ে তিন হাজার মসজিদে প্রচারণা চালানো হচ্ছে এবং কেন্দ্রে কেন্দ্রে মাইকিং ব্যবস্থা করা হয়েছে।

পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণের সুবিধা এবং কার্যক্রম বাস্তবায়নের কৌশল সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপন করেন নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী মোঃ ইকবাল মাহমুদ।

কর্মশালায় জানানো হয়, জেলার মোট ২,৪৮,৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫,৫৯২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,২৩,০৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইন জেলার ১,৩৮৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি কেন্দ্রে একজন স্বাস্থ্য কর্মী এবং দুইজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

ইএইচ

Link copied!