Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

বোরহানউদ্দিনে র‍্যাবের অভিযানে ‘গণধর্ষণ’ মামলায় আটক-১

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মার্চ ১১, ২০২৫, ০৯:৩৫ পিএম


বোরহানউদ্দিনে র‍্যাবের অভিযানে ‘গণধর্ষণ’ মামলায় আটক-১

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় র‍্যাব কর্তৃক জেলার আলোচিত গণধর্ষণ এবং পর্নোগ্রাফি মামলার অন্যতম আসামি মো. শরীফ (২১)কে অভিযান চালিয়ে আটক করেছে বরিশাল র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি চৌকস টিম।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯ টায় ভোলা র‍্যাব-৮কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে আরো জানানো হয়, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতোমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

সম্প্রতিকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আইন শৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। ধর্ষকদের গ্রেফতারের বিষয়ে র‍্যাব সর্বদা সোচ্চার আছে। 

গতবছর ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭নং ওয়ার্ডস্থ জনৈক আজাহার মাষ্টার বাড়ির উত্তর পার্শ্বে মেঘনা নদীর তীরে ১৯ বছর বয়সী অবিবাহিতা এক তরুণীকে জোরপূর্বক গণধর্ষণ করে। ধর্ষনের অভিযুক্ত শরীফ তার মোবাইল ফোনে উক্ত ধর্ষণের ভিডিও ধারণ করে, এ ঘটনার প্রায় ১ বছর পর ধর্ষিতা ভিকটিম এবং ভিকটিমের পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য অভিযুক্ত শরীফ তার মোবাইলে তাহার নিজের ফেইসবুক আইডি থেকে ভিডিও টি আপলোড করলে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ভিডিও ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় গণধর্ষণ এবং ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগ দায়ের করা হয়।

এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ বরিশালের অধীন র‍্যাব ক্যাম্প, ভোলা এর একটি অভিযানিক টহল দল ক্যাম্প কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত অভি,র নেতৃত্বে অদ্য আজ মঙ্গলবার জেলার বোরহানউদ্দিন থানাধীন পক্ষিয়া নামক এলাকা হতে উল্লিখিত মামলার এজাহারনামীয় আসামি অর্থাৎ ধর্ষনের অভিযোগে এবং ধর্ষণের ভিডিও ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া  শরীফকে আটক করা হয়।

আটককৃত শরীফ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়ন দালালপুর ১ নং ওয়ার্ডের নূর আলমের ছেলে।

উল্লিখিত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আসামিকে অফিসার ইনচার্জ, (ওসি) দক্ষিণ আইচা থানা  বরাবর হস্তান্তর করা হয়েছে।

বিআরইউ

Link copied!