ফেনী প্রতিনিধি
মার্চ ১২, ২০২৫, ০১:০৫ পিএম
ফেনী প্রতিনিধি
মার্চ ১২, ২০২৫, ০১:০৫ পিএম
ফেনীর ছাগলনাইয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনা করায় ৯ দোকানির জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে ছাগলনাইয়া পৌর শহরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। মনিটরিংকালে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও স্থায়ী দোকান থাকা সত্তে¡ও অবৈধভাবে ফুটপাথ দখল করে গণউপদ্রব সৃষ্টি করায় ৯ দোকানির ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা আমার সংবাদকে জানান, রমজানে ইফতার সামগ্রী ও বিভিন্ন পণ্যের গুণগতমান নিশ্চিত করতে বাজার মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে মৌখিক সতর্ক করে পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআরইউ