Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৫, ০২:৪০ পিএম


কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বকেয়া বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড বোমা নিক্ষেপ করে, এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার সকাল থেকে কালিয়াকৈরের গ্লোবস গার্মেন্টসের শ্রমিকরা তাদের বকেয়া পরিশোধসহ অন্যান্য দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড বোমা ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।"

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের পুনরায় সংগঠিত হয়ে বিক্ষোভে নামার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ইএইচ

Link copied!