Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

সাদুল্লাপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৫, ০২:৫৭ পিএম


সাদুল্লাপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনে মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মো. নজরুল ইসলাম লেবু বলেছেন, "এদেশের মানুষ মৌলিক অধিকারসহ সব ধরনের অধিকার ফিরে পাবেন। অমুসলিমরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। আর নারীরা স্বাধীনতা নয়, বরং তাদের প্রকৃত অধিকার ফিরে পাবেন।"

সাদুল্লাপুর হাইস্কুল মাঠে জামায়াতে ইসলামী বনগ্রাম ইউনিয়ন শাখার আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম।

এতে আরও বক্তব্য দেন—উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমন, সাবেক আমির মাওলানা মো. আব্দুর রউফ সরকার, জেলা ছাত্রশিবিরের রুম্মান ফেরদৌস, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহারুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি শাহীন সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াতে ইসলামী বনগ্রাম ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্দুল ওয়ারেছ। আলোচনা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!