রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
মার্চ ১২, ২০২৫, ০৩:২৫ পিএম
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
মার্চ ১২, ২০২৫, ০৩:২৫ পিএম
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শিশুনিকেতন রাজারহাট শীর্ষে রয়েছে।
এবারে এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফলে শিশুনিকেতন রাজারহাট থেকে মোট ৫৬ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ২৯ জন এবং সাধারণ গ্রেড পেয়েছে ২৭ জন।
রাজারহাট উপজেলার সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান শিশুনিকেতন রাজারহাটের পর দ্বিতীয় স্থানে রয়েছে আল হেলাল একাডেমী নাজিমখান।
এ প্রতিষ্ঠানে ২৯ জন বৃত্তি পেয়েছে, যার মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৮ জন এবং সাধারণ গ্রেড পেয়েছে ১৭ জন। তৃতীয় স্থানে রয়েছে ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন, যেখানে ২৮ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৫ জন এবং সাধারণ গ্রেড পেয়েছে ১৩ জন।
শিশুনিকেতন রাজারহাটের নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম বলেন, কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় রাজারহাট উপজেলায় ১৫টি প্রতিষ্ঠানে ৭৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২০৬ জন বৃত্তি পেয়েছে, যার মধ্যে ৭৪ জন ট্যালেন্টপুল বৃত্তি এবং ১৩২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন।
তবে, উপজেলায় শিশুনিকেতন রাজারহাট প্রথম স্থান অধিকার করেছে। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের তিনি অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে রাজারহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মেদ বলেন, এসোসিয়েশন থেকে বৃত্তির ব্যবস্থা শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়ক হচ্ছে। এটি চালু রাখতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিশু নিকেতন রাজারহাটসহ বেশ কিছু কিন্ডারগার্টেনও ভাল জায়গায় রয়েছে।
উল্লেখ্য, গত ৬ মার্চ বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।
ইএইচ