Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

শ্রীপুরের বিভিন্ন মসজিদে শিশু আছিয়ার সুস্থতা কামনায় দোয়া

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৫, ০৪:১৪ পিএম


শ্রীপুরের বিভিন্ন মসজিদে শিশু আছিয়ার সুস্থতা কামনায় দোয়া

মাগুরার শ্রীপুর উপজেলার সাব্দালপুর ইউনিয়নের জারিয়া মাঠপাড়া গ্রামের নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে মাগুরা জেলার বিভিন্ন মসজিদে শিশু আছিয়ার সুস্থতা কামনায় দোয়া করার নির্দেশনা জারি করা হয়।

বুধবার উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ঘটনার পরপরই শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক বিষয় সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সরকারিভাবে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রাজ্জাক শিশুটির বাড়িতে উপস্থিত হয়ে সার্বিক খোঁজখবর নেন এবং তার পিতাকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার আশ্বাস দেন।

ইএইচ

Link copied!