Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

দৃষ্টিপ্রতিবন্ধী পিতা-পুত্রের পাশে দাঁড়ালেন ইউএনও আলীমুজ্জামান

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৫, ০৪:২০ পিএম


দৃষ্টিপ্রতিবন্ধী পিতা-পুত্রের পাশে দাঁড়ালেন ইউএনও আলীমুজ্জামান

নওগাঁর পত্নীতলা উপজেলায় দৃষ্টিপ্রতিবন্ধী পিতা-পুত্রের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন।

তিনি খাদ্যসামগ্রী উপহার হিসেবে তাদের হাতে তুলে দিয়েছেন।

উপজেলার নন্দনপুর গ্রামে বসবাসরত দৃষ্টিপ্রতিবন্ধী মোজাফফর হোসেন এবং তার ছেলে মারুফের পরিবারটি অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের খোঁজখবর নিতে ইউএনও আলীমুজ্জামান নিজে সেখানে যান এবং পরিবারটির হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সোয়াবিন তেল, চিনি, খেঁজুর, মুড়ি, প্যাকেট দুধ, সেমাই, ছোলা বুট, বুন্দিয়া ইত্যাদি।

এছাড়া, পরিবারটির জরাজীর্ণ ঘরও পরিদর্শন করেন তিনি। পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। ইউএনও’র সফরসঙ্গী হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিমও সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও আলীমুজ্জামান মিলন বলেন, “পরিবারটির সাথে সাক্ষাৎ করে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া টিসিবির কার্ডের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে মারুফের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের জন্য একটি আধুনিক মানের বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

ইএইচ

Link copied!