Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

ইন্দুরকানীতে বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৫, ০৫:২৪ পিএম


ইন্দুরকানীতে বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন

পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল ওয়ার্ড পর্যায়ের সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চন্ডিপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে গঠিত টিমের আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম. আহসানুল ছগিরের সভাপতিত্বে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ আহম্মেদ, সদস্য সচিব মো. আলমগীর কবির মান্নু, উপজেলা বিএনপির সদস্য মো. রুহুল আমিন হাওলাদার, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাই জমাদ্দার, সদস্য সচিব মো. সাফায়েত চৌকিদার, যুগ্ম আহবায়ক মো. দুলাল ফকির সহ ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা।

বক্তারা বলেন, সভায় প্রকৃত ও নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের মূল্যায়ন করে তাদের নিয়ে সদস্য ফরম পূরণের আহ্বান জানানো হয় এবং সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে বলা হয়।

ইএইচ

Link copied!