দিনাজপুর প্রতিনিধি
মার্চ ১২, ২০২৫, ০৫:৪৩ পিএম
দিনাজপুর প্রতিনিধি
মার্চ ১২, ২০২৫, ০৫:৪৩ পিএম
ফ্যাসিস্ট সরকারের দোসর তহিদুল হক সরকার, আ ন ম হাবিবুল্লাহ, একরামুল আমিন—এই দোসরদের কোনোভাবেই আসন্ন ১৪৩২ সালের দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে ঘোষণা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম।
বুধবার বিকাল ৪টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, "ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ইকবাল রহিমের প্রধান পৃষ্ঠপোষক ও অর্থদাতা এবং জেলা আইনজীবী সমিতির দুর্নীতিবাজ তহিদুল হক সরকার ও আ ন ম হাবিবুল্লাহর প্রধান উপদেষ্টা একরামুল আমিন। ফ্যাসিস্ট সরকারের দোসর ও পৃষ্ঠপোষক একরামুল আমিন যেন আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এ ব্যাপারে জনমত সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, "ফ্যাসিস্টমুক্ত সমিতি পুণঃগঠনের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেল ২টায় জেলা আইনজীবী প্রাঙ্গণে মানববন্ধন এবং বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ আয়োজন করবে। এই কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী ফোরাম, দিনাজপুর জেলা ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. সাখাওয়াত হোসেন (জিপি), সহ-সভাপতি মো. ইমাম আলী, মো. খয়রাত আলী (এডি. পিপি), সহ-সভাপতি কবির বিন গোলাম চার্লি (স্পেশাল পিপি), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান বিপুল, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ আলী চৌধুরী, দপ্তর সম্পাদক আইনুল হক, মহিলা বিষয়ক সম্পাদক তৌহিদা ইয়াসমিন তানিন, সদস্য মো. বরকত আলী, আব্দুর রহমান সোহাগ শামসুল আলম এবং অন্যান্য আইনজীবী ফোরামের সদস্যসহ অর্ধশতাধিক আইনজীবী।
ইএইচ