Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

তালায় উপজেলা শিক্ষক সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৫, ০৭:০৪ পিএম


তালায় উপজেলা শিক্ষক সমাবেশ

সাতক্ষীরার তালায় আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে উপজেলা শিক্ষক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টায় তালা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি উপাধ্যক্ষ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা-কলারোয়ার জনপ্রিয় নেতা ও আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

সমাবেশটি সঞ্চালনা করেন অধ্যাপক আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- তালা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ডা. মাহমুদুল হক, সাতক্ষীরা আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি মো. আব্দুস সবুর, তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মফিদুল্লাহ।

এছাড়া আরও বক্তব্য দেন- তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী, উপদেষ্টা ডা. আফতাব উদ্দীন, পটকেলঘাটা আল-আমীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, নাংলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মুত্তালিব ও মাওলানা রেজাউল করিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, "শিক্ষকদের দায়িত্ব হচ্ছে আগামী প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, যাতে দেশ দুর্নীতি ও অপরাধমুক্ত হয়।"

এর আগে সকাল ১০টায় মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে খলিলনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!