দিনাজপুর প্রতিনিধি
মার্চ ১২, ২০২৫, ০৭:৩৫ পিএম
দিনাজপুর প্রতিনিধি
মার্চ ১২, ২০২৫, ০৭:৩৫ পিএম
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ৭ বছরের দুই শিশুকন্যাকে টেলিভিশন দেখানোর কথা বলে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিরামপুর উপজেলার দিওড় উত্তরপাড়া গ্রামে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত মমিনুর ইসলাম (৫৪) প্রতিবেশী দুই শিশুকে তার বাড়িতে টেলিভিশন দেখানোর কথা বলে ডেকে নেয়। পরে ঘরের দরজা-জানালা বন্ধ করে নানা প্রলোভন দেখিয়ে এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুরা চিৎকার করলে মমিনুর তাদের গলা টিপে হত্যার হুমকি দেয় এবং ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়।
পরে শিশুরা তাদের মায়ের কাছে ঘটনাটি জানালে বিষয়টি জানাজানি হয়। এতে অভিযুক্ত মমিনুর ইসলাম কৌশলে পালিয়ে যায়। শিশু দু’টি আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য বুধবার সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুদের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাত ১২টায় বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। পুলিশের অভিযানে বুধবার দুপুর ১২টায় পালিয়ে থাকা অবস্থায় মমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মমিনুর ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওড় উত্তরপাড়া গ্রামের আয়ুব আলীর পুত্র।
ওসি মমতাজুল হক জানান, "শিশু দু`টি বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিকালে তাকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত তথ্য বের করা সম্ভব হবে।"
ইএইচ