Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫,

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৫, ০৭:৩৮ পিএম


ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথবাহিনী।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযানে ৩টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, থানার এসআই সাকিল হাসান, সেনা সদস্য, পুলিশ, আনসারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।

পৌর কর্তৃপক্ষ মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ স্থাপনা সরানোর জন্য সতর্ক করেছিল। তবে, অবৈধ স্থাপনা না সরানোয় বুধবার এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, "অভিযানে ৩টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফরিদগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

ইএইচ

Link copied!