Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫,

কৃষিবিদ শামীম

অল্প সময়ের মধ্যে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৫, ০৮:০৬ পিএম


অল্প সময়ের মধ্যে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে

কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কার সম্পন্ন করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।

বলেন, বর্তমান অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের কাছে এই দাবি জানিয়েছেন।

বুধবার বিকালে মোংলার চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ঈদ উপলক্ষে গরীবদের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শামীম আরও বলেন, “এ কাজটি করতে পারলে ড. ইউনুসের নাম এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

অনুষ্ঠানে তিনি ৫০০ দরিদ্র মানুষের হাতে শাড়ী-লুঙ্গি তুলে দেন।

এ সময় মোংলা মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমরান হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ঈমান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাব্বির হোসেন, সদস্য সচিব নুরউদ্দিন টুটুল, মুক্তিযোদ্ধা দল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সদস্য মাকসুদ হাওলাদার, সভাপতি মো. সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার।

ইএইচ

Link copied!