মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
মার্চ ১২, ২০২৫, ১১:৫২ পিএম
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
মার্চ ১২, ২০২৫, ১১:৫২ পিএম
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আগামী ১৫ মার্চ রাঙামাটি পার্বত্য জেলায় ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা।
জেলা সিভিল সার্জন কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নুয়েন খীসা।
এতে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক মো. সাখাওয়াৎ হোসেন রুবেলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, জেলার ১,২০৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১০,৫৩৭ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৭৫,৩২৩ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় পুষ্টিসেবা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই কার্যক্রম পরিচালিত হবে।
সরকারের এই উদ্যোগ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইএইচ