Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫,

রাজবাড়ীতে নির্বাচন কমিশন কর্মকর্তাদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৫, ০৫:০৬ পিএম


রাজবাড়ীতে নির্বাচন কমিশন কর্মকর্তাদের মানববন্ধন

‘সেভ এনআইডি-প্রটেক্ট ভোটার লিস্ট’—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নির্বাচন কমিশন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংক্রান্ত কার্যক্রম অন্য দপ্তরে হস্তান্তরের সিদ্ধান্তের বিরোধিতা করেন।

মানববন্ধনে রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আমিন বক্তব্য রাখেন।

তারা বলেন, সম্প্রতি সরকার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের আওতা থেকে সরিয়ে অন্য দপ্তরে হস্তান্তরের ঘোষণা দিয়েছে। যদি এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়া হয়, তবে ভোটার তালিকা প্রণয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বক্তারা আরও বলেন, ভোটার তালিকা নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। এনআইডি কার্যক্রম সরিয়ে নেওয়া হলে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তাঁরা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্মকর্তারা সারাদেশে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

ইএইচ

Link copied!