Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫,

ঝালকাঠিতে ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৫, ০৫:২৪ পিএম


ঝালকাঠিতে ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

সারাদেশের মতো ঝালকাঠিতেও আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ বছর জেলার ৯০ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৪১৩ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৬ হাজার ৬০৮ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার চারটি উপজেলা, ৩২টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৮২৪টি কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালিত হবে। এছাড়া ছয়টি ভ্রাম্যমাণ কেন্দ্র থাকবে, যা বাস টার্মিনাল, ফেরিঘাট ও লঞ্চঘাটের মতো গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম পরিচালনা করবে।

কোনো শিশু যেন বাদ না পড়ে, তা নিশ্চিত করতে মাইকিং, জুমার নামাজের আগে প্রচারণা ও বিশেষ প্রচারাভিযান চালানো হবে। কর্মসূচি বাস্তবায়নে ১,৬৪৮ জন স্বাস্থ্যকর্মী ও ৩৬০ জন মাঠকর্মী নিয়োজিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদারসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

ইএইচ

Link copied!