Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫,

বিএনপি-জামায়াতের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৫, ০৫:৩৩ পিএম


বিএনপি-জামায়াতের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহের মহেশপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার শ্যামকুড় মাদরাসা মোড় এলাকায় এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহেশপুরের ভৈরবা বাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় জামায়াত কর্মীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে শ্যামকুড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না ও আবুল কাসেম এবং শ্যামপুর নিন্দাপাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপি সমর্থক শরিফুল ইসলাম গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় টহল জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু সমাধান চান।

ইএইচ

Link copied!