Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫,

নোয়াখালীতে ছয় লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

মার্চ ১৩, ২০২৫, ০৫:৩৬ পিএম


নোয়াখালীতে ছয় লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

নোয়াখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, জেলার ৬ লাখ ১৮ হাজার ৯৮৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সিভিল সার্জন ডা. মরিয়ম সিমির সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাঈফুদ্দিন মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাঈম কেয়া।

সভায় বক্তব্য দেন- সাংবাদিক লিয়াকত আলী খান, মেজবাহ উল হক মিঠু, ইমাম উদ্দিন আজাদ ও আকাশ মো. জসিম প্রমুখ।

সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি জানান, আগামী ১৫ মার্চ জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় এই কর্মসূচি পরিচালিত হবে।

৬ থেকে ১১ মাস বয়সী ৬৩ হাজার ৬৩৯ শিশুকে ১ লাখ আইইউ মাত্রার (নীল) ক্যাপসুল দেওয়া হবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৫৫ হাজার ৩৫০ শিশুকে ২ লাখ আইইউ মাত্রার (লাল) ক্যাপসুল খাওয়ানো হবে। ৮ হাজার ৮৮ জন মাঠকর্মী ও ৪ হাজার ৫৭৪ জন স্বেচ্ছাসেবী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন পরিচালনা করবেন।

কোনো শিশু যেন এই ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে, সে জন্য বিভিন্ন প্রচার কার্যক্রম চালানো হবে। পাশাপাশি ক্যাপসুল বাসায় নিয়ে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে, যেন শিশুদের স্বাস্থ্যকেন্দ্র বা ক্যাম্পেইন কেন্দ্র থেকেই এটি সঠিকভাবে খাওয়ানো হয়।

ইএইচ

Link copied!