পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫, ০৬:৫২ পিএম
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫, ০৬:৫২ পিএম
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়ায় বিয়ের দাবিতে এক তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।
বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
তরুণীকে স্থানীয় সাবেক ইউপি সদস্যসহ কয়েকজন উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়ার শফিউল আলমের ছেলে, ওমান প্রবাসী মো. সাজ্জাদ (২৪) এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউপির চেলবন কবির সিকদার পাড়ার আবদুল মালেকের মেয়ে তানজিনা আক্তার (১৮) এর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। এক বছর আগে রং নম্বরে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত মুঠোফোনে যোগাযোগ করতেন। সম্প্রতি সাজ্জাদ ওমান থেকে বাড়িতে ফিরে আসেন। তানজিনা ছনুয়া থেকে পেকুয়ায় সাজ্জাদের বাড়িতে আসেন এবং বিয়ের দাবিতে বিষপান করে অনশন শুরু করেন।
তানজিনা আক্তার বলেন, “এক বছর ধরে আমাদের সম্পর্ক ছিল এবং নিয়মিত ফোনে কথা বলতাম। সাজ্জাদ দেশে আসার পরও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কিছুদিন আগে হঠাৎ তিনি জানান, তাঁর মা ও স্বজনরা আমাকে পছন্দ করেননি, তাই তিনি আমাকে বিয়ে করবেন না। সাজ্জাদ আমাকে প্রতারণা করেছে।”
তানজিনার মা জোহরা বেগম জানান, “আমার মেয়ে হতাশ হয়ে পড়েছিল। কয়েকদিন ধরে তার মনের অবস্থা খারাপ ছিল। কেউ আমাকে জানায় যে, আমার মেয়ে বিষপান করেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।”
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, “তানজিনার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
ইএইচ