মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫, ০৭:০২ পিএম
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫, ০৭:০২ পিএম
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মধ্যনগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াতের সভাপতিত্বে ও ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু’র সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের মধ্যে পরিচিতিসহ কুশল বিনিময় করা হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মধ্যনগর উপজেলার প্রয়াত সকল নেতাদের প্রতি এক মিনিট নিরবতা পালন করে শোক প্রকাশ করা হয়।
এছাড়া, ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর এই প্রথম প্রাণখোলা ভাবে মধ্যনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ পরিচিতি সভা সহ সাংগঠনিক মতবিনিময় করেন। সভায় নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে একত্রিতভাবে কাজ করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এর নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন- যুগ্ম-আহ্বায়ক আবুল বাসার, মোসাহিদ তালুকদার, মমিনুল হক বেনু, সদস্য মো. শাহিবুর আলম, বিপ্লব তাং সহ নবগঠিত আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ।
ইএইচ