অভয়নগর (যশোর) প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫, ০৭:১৪ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫, ০৭:১৪ পিএম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে অভয়নগর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাচন অফিসার মো. শেখ তানভীর জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা অসীম কুমার পাল।
এছাড়াও উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশনের অধীনে থাকা এনআইডি সেবা সরানোর যে আলোচনা চলছে, তা সংবিধানসম্মত নয় এবং এতে বিভিন্ন ঝুঁকি তৈরি হতে পারে। তারা আরও বলেন, ২০০৭-০৮ সালে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ও সশস্ত্র বাহিনীর সহায়তায় নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়েছিল। বর্তমানে এই ডাটাবেজে প্রায় ১২.৫০ কোটি নাগরিকের তথ্য রয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত, যা অন্য সংস্থার কাছে হস্তান্তর করা যায় না। বক্তারা সতর্ক করে বলেন, যদি এনআইডি অন্য সংস্থার অধীনে চলে যায়, তবে ডাটাবেজ ম্যানিপুলেশন এবং তথ্য ফাঁসের ঝুঁকি বৃদ্ধি পাবে। এছাড়া নতুন অবকাঠামো ও জনবল তৈরিতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে। ভোটার তালিকা থেকে আলাদা হলে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বক্তারা আরো বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ২০২৩ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে এনআইডি নির্বাচন কমিশনের অধীনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে থাকাই সংবিধানসম্মত, নিরাপদ এবং কার্যকর। তারা সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান, যাতে ভোটার তালিকা ও এনআইডি সেবা যথাযথভাবে পরিচালিত হয় এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।
ইএইচ