Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫,

বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৫, ০৭:৪২ পিএম


বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপির অধীনস্থ ভলাকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৫টায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামছু মেম্বারের সভাপতিত্বে এবং মোশাররফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি কে এম বশির উদ্দিন তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য কে এম নাসির, কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান, জাসাসের সদস্য সচিব সাদেকুর রহমান, মহিলা দলের সভানেত্রী হাসনা হেনা, সাংগঠনিক সম্পাদক গোলবাহার বেগম, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার এবং দেশবাসীর জন্য দোয়া পরিচালনা করা হয়।

এছাড়া, ভলাকোট ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!