Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫,

নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব কিডনি দিবস পালিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৫, ০৭:৫৮ পিএম


নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব কিডনি দিবস পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সমসাবাদ কাশিমপুর এলাকায় অবস্থিত একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান, ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে শোভাযাত্রাটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারে এসে আলোচনা সভায় মিলিত হয়।

শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট নবাবগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মো. আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. ইমরান হোসেন খান, ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান, সহকারি শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলী, ডায়ালাইসিস ইনচার্জ মো. শহিদুল ইসলাম, নার্স আফসানা খাতুন, রওজাতুন জান্নাত, অপারেটর ফায়েজ আহমেদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ।

ইএইচ

Link copied!