টাঙ্গাইল প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫, ০৮:২০ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫, ০৮:২০ পিএম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছিল শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। অপরদিকে ঢাকার দিক থেকে আসা আরপি পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে উভয় বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪০ জন আহত যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীও সহায়তা প্রদান করে।
প্রত্যক্ষদর্শী ও শ্যামলী পরিবহনের বাসের যাত্রী হাফিজুর রহমান অভিযোগ করে জানান, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি বারবার নিষেধ করলেও চালক তা শোনেননি, যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অপর বাসের যাত্রী মনির হোসেন জানান, তিনি চালকের পাশে বসে ছিলেন এবং চালকও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তার দাবি, ওই চালক এর আগেও সিরাজগঞ্জ এলাকায় এক্সিডেন্টে জড়িয়েছিলেন।
এদিকে, দুটি বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারী দলের প্রচেষ্টায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ইএইচ