চট্টগ্রাম ব্যুরো
মার্চ ১৩, ২০২৫, ১১:১৭ পিএম
চট্টগ্রাম ব্যুরো
মার্চ ১৩, ২০২৫, ১১:১৭ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতকানিয়া-লোহাগাড়ার শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার (চুসালস) উদ্যোগে ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের এলজিইডি ভবনের ইসলাম সিদ্দিক মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ শুহাইব।
বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিদোয়ান পারভেজ, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান সাদি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের অতিরিক্ত পরিচালক ও চুসালসের প্রাক্তন সভাপতি মাহফুজুর রহমান এবং অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আজাদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এ আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। নবীনবরণ পর্বে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে চবির প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেন এবং আমন্ত্রিত অতিথিরা নবীনদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
চুসালসের সাধারণ সম্পাদক আবু সাঈদ জিসান ও দপ্তর সম্পাদক মাঈন উদ্দীনের সঞ্চালনায় এবং সভাপতি আব্দুল জব্বার শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সমাপনী মোনাজাত পরিচালনা করেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ইবরাহীম।
ইএইচ